প্রিয় সাথী ও বন্ধুগণ,
আপনাদেরকে অতি আনন্দের সাথে অবগত করানো যাচ্ছে যে, গতকাল ১০-০৪-২০১৪ তারিখ ইতালীর রোমস্থ শহীদ মিনার পার্কে বাংলাদেশ কমুনিটির সর্বস্তরের নেতৃবৃন্দের সাথে বৈশাখী মেলা ও বর্ষবরণ ১৪২১ উদযাপনের জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সর্বসম্মতিক্রমে নেতৃবৃন্দ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করেন।
১। বৈশাখীমেলা ও বর্ষবরণ ১৪২১ উদযাপন, আহ্বায়ক কমিটির মাধ্যমে উদযাপতি হবে।
২। বাংলাদেশ সমিতি-ইতালী’র তত্বাবধানে অতিথি নিমন্ত্রন করবেন।
৩। অতিথি বৃন্দগণ উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন সেই সাথে সিদ্ধান্ত হয় অতিথি ও বৈশাখ উদযাপন পরিষদ কর্মকর্তাগণ দুইটি ভিন্ন ও স্বাতন্ত্র পদ বহন করবে এবং অতিথি হিসাবে রাজনৈতিক দলের প্রতিনিধিগণ রাজনৈতিক দল কর্তৃক চুড়ান্ত সিদ্ধান্ত দিবে। সেই সাথে ইতালীর রাষ্ট্রপতি অতিথি হিসাবে উপস্থিত না থাকিলে বাংলাদেশ সরকারের মান্যবর রাষ্ট্রদূত প্রধান অতিথি হিসাবে পদ অলংকৃত করিবেন।
৪। ধূমকেতু সোসাল সংগঠন প্রসাশনিক বিষয় তদারকি করবেন।
৫। বৃহত্তর কুমিল্লা সমিতি ও ইতাল বাংলা যেহেতু ২৪শে এপ্রিল থেকে ২৭ এপ্রিল ২০১৪ বৈশাখীমেলার আয়োজন করেছে, সেই প্রেক্ষাপটে তাহাদের প্রতি সম্মান রেখে জাতীয় পর্যায়ের বৈশাখী মেলা ও বর্ষবরণ ১৪২১ উদযপান করার জন্য ১লা মে হতে ১২মে ২০১৪ এর মধ্যে আবহাওয়ার উপর নির্ভর করে যে কোন ৫ দিন মেলার আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
৬। প্রচার ও গণমাধ্যম সেই সাথে গণসংযোগের জন্য যে কোন প্রত্রিকা, বেতার, টিভি নিজ ইচ্ছায় তাহারা এই মেলার প্রচার কার্য্যক্রম চালাইতে পারিবে এবং এই প্রচার কাজের জন্য যদি সেই পত্রিকা, বেতার অথবা টিভি যদি মনে করে তাহারা তাহাদের প্রচারে নিজেদের প্রতিষ্ঠানের প্রতিক ---প্রচার মাধ্যমের অংশিদার--- ( মিডিয়া পার্টনার) হিসাবে লিখতে চায় তবে অবশ্যই তাহারা সেটা পারবে। উদযাপন পরিষদ কোন প্রতিষ্ঠানকে একক মিডিয়া পার্টনার হিসাবে দায়ীত্ব দিবেনা। যে সকল পত্রিকা, বেতার ও টিভি বিনা মূল্যে এই মেলার প্রচার করিবেন, তাহাদের সকলকেই মিডিয়া পার্টনার হিসাবে ঘোষনা দেওয়া হবে। সেই সাথে সকল সাংবাদিক বোন ও ভাইদের জন্য মেলাতে একটি ষ্টল বরাদ্ধ থাকবে তাহাদের রিপোর্টিং এর সুবিধার্থে।
৭। আগামী ১৫-০৪-২০১৪ মঙ্গল বার সন্ধ্যা ৮ টায় শহীদ মিনার পার্কে উদযাপন কমিটি গঠন করার জন্য সভা আহ্বান করা হয়।
আপনি আমন্ত্রিত।
খাবারের রেষ্টুরেন্ট সর্বমোট ৪ টি + ১টি সংগঠনের জন্য বরাদ্ধ থাকবে। কোন অবস্থায় পার্তিতা ইভা + রেষ্টুরেন্ট এর ভলতুরা ব্যতিত কাউকে রেষ্টুরেন্ট এর ষ্টল বরাদ্ধ দেওয়া হবে না।
মেলা কম করে হলেও ৫ দিন চালু থাকবে সেই হিসাবে প্রতিটি ষ্টলকে ৫০০০+ ইউরো ইভা প্রদান করতে হবে। খাবারের রেষ্টুরেন্ট এর বাহিরে যাহারা ষ্টল নিবে তাহাদেরকে ১০০০ ইউরো + ইভা প্রদান করতে হবে।
আগামী ২৭-০৪-২০১৪ তারিখের মধ্যে .. এ উল্লেখিত পরিমান অংক প্রদান করে আপনাদের বরাদ্ধ বুঝে নিবার জন্য অনুরোধ করা যাচ্ছে। আগে আসলে আগে যায়গা পছন্দ করে নিতে পারবেন ভিত্তিতে বরাদ্ধ দেওয়া হবে।
সকলকে বাংলা নতুন বর্ষ ১৪২১ এর শুভেচ্ছা জানিয়ে পুনরায় আগামী ১৫-০৪-২০১৪ মঙ্গল বার সন্ধ্যা ৮ টায় শহীদ মিনার পার্কে আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হইল।
আমন্ত্রনেঃ বাংলাদেশ সমিতি-ইতালী ও ধূমকেতু
Nessun commento:
Posta un commento