martedì 13 maggio 2014

Press club in Italy ?

অনুরোধ থাকবে সম্পূর্ণ টা পড়ে মন্তব্য করবেন- ধন্যবাদ
প্রিয় সাথী ও বন্ধুগণ,
Foto: অনুরোধ থাকবে সম্পূর্ণ টা পড়ে মন্তব্য করবেন- ধন্যবাদ
প্রিয় সাথী ও বন্ধুগণ,
                      আমি অতিব দুঃখের সাথে আপনাদের তথ্য দিচ্ছি। ইতালীর রোমের সাংবাদিকদের দুটি ভিন্ন ধারা থাকায়, বাংলা প্রেসক্লাব দুটি ধারায় বিভক্ত। উভয় পক্ষই নিজেদেরকে সঠিক কর্মকর্তা বলে দাবি করেন। আমি মনে করি এটা সম্পূর্ণ ভাবে তাহাদের নিজস্ব বিষয়। সকল সাংবাদিক ভগ্নি ও ভাইদের তাহাদের কর্মের ও সংবাদের পবিত্রতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে জানাচ্ছি যে গুটি কয়েক মুখোশধারী  সংবাদ প্রচারকারী  নিজেদের সাংগঠনিক ভাবে রাজনৈতিক ফয়দা নিবার জন্য  সামাজিক নেতৃবৃন্দদেরকে ব্লাকমেইল করে চলছে। 
যখন সেই সকল সংবাদ প্রচারকারীগণদের  পয়সা না দেওয়া হয, তখন  সংবাদ প্রচারেও মিথ্যা, বানোয়াট অথবা মূল দৃশ্য ছাটকাট করে প্রচার করেন। আবার খবর প্রচার করে তাহারা বলেন ঃ অমুকরে একটু সাইজ করে দিয়েছিঃ  । আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গত ১লা মে থেকে ৬ই মে রোমের শহীদ মিনার পার্কে বর্ষবরণ ও বৈশাখী মেলা উদযাপিত হয়। উক্ত মেলাতে ইতালীর রাষ্ট্রপতি একাত্মতা ঘোষনা করেন এবং উদ্বোধনীর সময় প্রেসিডেন্ট হাউস থেকে টেলিফোনের মাধ্যমে বাংলাদেশী কমিউনিটিকে শুভেচ্ছা জানান। 
শুধু তাই নয় সেই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত, রোম পৌরসভার প্রতিনিধি, ইতালীয় সংসদের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, রোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ, সাথে  বাংলাদেশ  কমিউিনিটির সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারন জনতা। 
এমন একটি অনুষ্ঠানের সংবাদ কিছু সংবাদ প্রচারকগণ প্রচার  করেননি, কারন আমরা তাহাদের সাথে ( তাহারা প্রেসক্লাবের একমাত্র প্রতিনিধি) একমত প্রকাশ করি নাই বিধায়। পরবর্তী সময়ে সেই সংবাদ প্রচারকগণ বাংলাদেশ  এসোশিয়েশনকে হেয় প্রতিপন্ন করে ফেইসবুকে বিভিন্ন লেখা লিখেন। 
প্রকাশ থাকে যে আমি নিজে পাঁচ বছর পূর্বে  বাংলাদেশ সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগ করি,  কিন্তু কার্যকরী পরিষদ আমার পদত্যাগপত্র অদ্য বধি গ্রহন করে নাই। 
ফলে আমার পদবী,  বাংলাদেশ সমিতির সভাপতি হিসেবে আমি কোথাও সহি করি না। কিন্তু কার্যকরী পরিষদ ও অন্যান্য সংগঠন আমাকে বিভিন্ন সময় সভাপতির পদে পরিচয় করান। সে জন্য কমিউনিটির সকলকে ধন্যবাদ। 
শুধু তাই নয় কিছুদিন পূর্বে চ্যানেল আই এওয়ার্ড অনুষ্ঠানেও আমাকে বাংলাদেশ সমিতির সভাপতি হিসেবে ও সর্বশ্রেষ্ঠ বাংলাদেশ সমিতি সংগঠন হিসেবে এওয়ার্ড প্রদান করেন। বলা বাহুল্য সাংবাদিক বা সংবাদ প্রচারকারী ভাইদের এই দ্বি-মুখী  কর্মকান্ডের কোন উত্তর আমার জানা নাই। 
রোমের কথিত গুটি কয়েক টিভি সংবাদ প্রচারকগণ ফেইস বুকে ষ্ট্যাটাস দিয়েছেন তাহাদের কাছে আমার বিপক্ষে আরকাইভ ফাইল আছে, আমি অনুরোধ করব সেই কথিত সংবাদ প্রচারকারীগণদের, অনুগ্রহ করে  আপনার প্রফেশনের পবিত্রতার জন্য ইতালীয় প্রশাসনের নিকট সেই ফাইল জমা করুন এবং আমার বিপক্ষে আইনগত ব্যবস্থা নিন। নতুবা আমার মত অনেক অপরাধী জন্ম নিবে আপনাদের কারনে। আমি এই চিঠির মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করছি। আপনাদের বক্তব্য ইতালী প্রশাসনের নিকট প্রেস করুন। 
নতুবা আমি বাধ্য হব আমার ইমেজ রক্ষা করার জন্য আপনাদের টিভি ক্যামেরা থেকে শুরু করে বাড়ী-ঘর, দোকান-পাট সকল স্থানে পুলিশ তল্লাশী দিয়ে ব্ল্যাক মেইল কৃত আরকাইভ ( তথা কথিত)  ফাইল উদ্ধার করার জন্য। 
আর যাহারা এ কথিত সংবাদ প্রচারকারীগণদরে  পক্ষ নিয়ে আমাকে টেলিফোনে হুমকি দিচ্ছেন এই বলে যে, সাংবাদিকদের সাথে বাড়াবাড়ি করে কেউ টিকতে পারে নাই, আমি তাহাদেরকে বলছি। আমি সাংবাদিকদের সাথে বাড়াবাড়ি করছি না। সাংবাদিকতার নামে যারা মানুষকে ভিকটিম করে, আমি তাদের বিপক্ষে বলছি। 
আর একটি অনুরোধ থাকবে টেলিফোনে বা ফেইসবুকে ভুয়া আইডি দিয়ে মন্তব্য না করে সৎ সাহস থাকলে নিজ নাম পরিচয় দিয়ে আলোচনা করুন।
সকলে সুস্থ থাকুন সমাজ থেকে কিট-পতঙ্গ দুর করা আপনাদের সকলের দায়িত্ব।  আসুন সকলে মিলে সুস্থ সমাজ তৈরীতে সচেতন হই।   যদি কাহারো নিকট কোন ফাইল থাকে তবে আমার বিপক্ষে মামলা করার জন্য নীচে পূর্ন পরিচয় দেওয়া হইল। 
আমার নাম ঠিকানা
---------------Nure Alam Siddique detto Bachcu  
Nato a Dhaka il 01-01-1965, Bangladesh
Domiciliato a Roma in Via- Casilina 525, Residente in Via Fanfulla da Lodi , 6. 

বি.দ্র. আমি কখনো রোমের কোন সাংবাদিক কিংবা সংবাদ প্রচারকারীগণদের বিপক্ষে কিছুই বলি নাই। আমি শুধূ জানতে চেয়েছি লন্ড ভিত্তিক তিনটি টিভি চ্যানেল এর কর্মকর্তাদের সিদ্ধান্ত কি  ১লা মে থেকে ৬ ই মে পর্যন্ত অনুষ্ঠিত বৈশাখীমেলার সংবাদ প্রচার না করার জন্য? যদি তাই হয়ে থাকে তবে প্রকাশ্যে তাহা জানিয়ে দিন। কারন আমরাও আমাদের সিদ্ধান্ত নিব ভবিষ্যতে তাহাদের টিভি আমাদের কোন অনুষ্ঠানে প্রবেশ করতে দিব না। 
স্বরন রাখবেন এখানে আমি কারো কোন নাম প্রকাশ করি নাই এমনকি রোম এর প্রতিনিধিদের বিষয়েও কোন কথা বলি নাই। 
কিন্তু রোমরে কিছু সংবাদ প্রচারকারী,  কিছু অসাধু ব্যক্তির নিকট থেকে  সামান্য সুবিধা নিয়ে আমাকে ব্যক্তিগত ভাবে আক্রমন করেছে।  
আগামী ১৯-০৫-২০১৪ রোজ সোম বার সন্ধ্যা ৮.৩০ মিনিট সাংবাদিক সম্মেলন
স্থানঃ ..via Casilina 525 ( Dhuumcatu Office) 

আলোচ্য বিষয়ঃ রোমের এক সংবাদ প্রচারকারী ফেইস বুকে ষ্টাটাস দিয়েছেন, তাহারা আমার বিপক্ষে তাহাদের আরকাইভ ফাইল ওপেন করবেন। যদি ১৯-০৫-২০১৪ তারিখের মধ্যে তাহারা সেই ফাইল ইতালীর পুলিশের নিকট হস্তান্তর না করে, তবে পরবর্তী করণীয় পদক্ষেপ সাংবাদিকদের নিকট পেশ করা। 
সকল সাংবাদিক ও সংবাদ প্রচাকারীগণ সহ সামাজিক সকল নেতৃবৃন্দ আমন্ত্রিত। 
ধন্যবাদ- নুরে আলাম সিদ্দীকী বাচ্চু
আমি অতিব দুঃখের সাথে আপনাদের তথ্য দিচ্ছি। ইতালীর রোমের সাংবাদিকদের দুটি ভিন্ন ধারা থাকায়, বাংলা প্রেসক্লাব দুটি ধারায় বিভক্ত। উভয় পক্ষই নিজেদেরকে সঠিক কর্মকর্তা বলে দাবি করেন। আমি মনে করি এটা সম্পূর্ণ ভাবে তাহাদের নিজস্ব বিষয়। সকল সাংবাদিক ভগ্নি ও ভাইদের তাহাদের কর্মের ও সংবাদের পবিত্রতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে জানাচ্ছি যে গুটি কয়েক মুখোশধারী সংবাদ প্রচারকারী নিজেদের সাংগঠনিক ভাবে রাজনৈতিক ফয়দা নিবার জন্য সামাজিক নেতৃবৃন্দদেরকে ব্লাকমেইল করে চলছে। 
যখন সেই সকল সংবাদ প্রচারকারীগণদের পয়সা না দেওয়া হয, তখন সংবাদ প্রচারেও মিথ্যা, বানোয়াট অথবা মূল দৃশ্য ছাটকাট করে প্রচার করেন। আবার খবর প্রচার করে তাহারা বলেন ঃ অমুকরে একটু সাইজ করে দিয়েছিঃ । আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গত ১লা মে থেকে ৬ই মে রোমের শহীদ মিনার পার্কে বর্ষবরণ ও বৈশাখী মেলা উদযাপিত হয়। উক্ত মেলাতে ইতালীর রাষ্ট্রপতি একাত্মতা ঘোষনা করেন এবং উদ্বোধনীর সময় প্রেসিডেন্ট হাউস থেকে টেলিফোনের মাধ্যমে বাংলাদেশী কমিউনিটিকে শুভেচ্ছা জানান।
শুধু তাই নয় সেই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত, রোম পৌরসভার প্রতিনিধি, ইতালীয় সংসদের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, রোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ, সাথে বাংলাদেশ কমিউিনিটির সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারন জনতা।
এমন একটি অনুষ্ঠানের সংবাদ কিছু সংবাদ প্রচারকগণ প্রচার করেননি, কারন আমরা তাহাদের সাথে ( তাহারা প্রেসক্লাবের একমাত্র প্রতিনিধি) একমত প্রকাশ করি নাই বিধায়। পরবর্তী সময়ে সেই সংবাদ প্রচারকগণ বাংলাদেশ এসোশিয়েশনকে হেয় প্রতিপন্ন করে ফেইসবুকে বিভিন্ন লেখা লিখেন।
প্রকাশ থাকে যে আমি নিজে পাঁচ বছর পূর্বে বাংলাদেশ সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগ করি, কিন্তু কার্যকরী পরিষদ আমার পদত্যাগপত্র অদ্য বধি গ্রহন করে নাই।
ফলে আমার পদবী, বাংলাদেশ সমিতির সভাপতি হিসেবে আমি কোথাও সহি করি না। কিন্তু কার্যকরী পরিষদ ও অন্যান্য সংগঠন আমাকে বিভিন্ন সময় সভাপতির পদে পরিচয় করান। সে জন্য কমিউনিটির সকলকে ধন্যবাদ।
শুধু তাই নয় কিছুদিন পূর্বে চ্যানেল আই এওয়ার্ড অনুষ্ঠানেও আমাকে বাংলাদেশ সমিতির সভাপতি হিসেবে ও সর্বশ্রেষ্ঠ বাংলাদেশ সমিতি সংগঠন হিসেবে এওয়ার্ড প্রদান করেন। বলা বাহুল্য সাংবাদিক বা সংবাদ প্রচারকারী ভাইদের এই দ্বি-মুখী কর্মকান্ডের কোন উত্তর আমার জানা নাই।
রোমের কথিত গুটি কয়েক টিভি সংবাদ প্রচারকগণ ফেইস বুকে ষ্ট্যাটাস দিয়েছেন তাহাদের কাছে আমার বিপক্ষে আরকাইভ ফাইল আছে, আমি অনুরোধ করব সেই কথিত সংবাদ প্রচারকারীগণদের, অনুগ্রহ করে আপনার প্রফেশনের পবিত্রতার জন্য ইতালীয় প্রশাসনের নিকট সেই ফাইল জমা করুন এবং আমার বিপক্ষে আইনগত ব্যবস্থা নিন। নতুবা আমার মত অনেক অপরাধী জন্ম নিবে আপনাদের কারনে। আমি এই চিঠির মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করছি। আপনাদের বক্তব্য ইতালী প্রশাসনের নিকট প্রেস করুন।
নতুবা আমি বাধ্য হব আমার ইমেজ রক্ষা করার জন্য আপনাদের টিভি ক্যামেরা থেকে শুরু করে বাড়ী-ঘর, দোকান-পাট সকল স্থানে পুলিশ তল্লাশী দিয়ে ব্ল্যাক মেইল কৃত আরকাইভ ( তথা কথিত) ফাইল উদ্ধার করার জন্য।
আর যাহারা এ কথিত সংবাদ প্রচারকারীগণদরে পক্ষ নিয়ে আমাকে টেলিফোনে হুমকি দিচ্ছেন এই বলে যে, সাংবাদিকদের সাথে বাড়াবাড়ি করে কেউ টিকতে পারে নাই, আমি তাহাদেরকে বলছি। আমি সাংবাদিকদের সাথে বাড়াবাড়ি করছি না। সাংবাদিকতার নামে যারা মানুষকে ভিকটিম করে, আমি তাদের বিপক্ষে বলছি।
আর একটি অনুরোধ থাকবে টেলিফোনে বা ফেইসবুকে ভুয়া আইডি দিয়ে মন্তব্য না করে সৎ সাহস থাকলে নিজ নাম পরিচয় দিয়ে আলোচনা করুন।
সকলে সুস্থ থাকুন সমাজ থেকে কিট-পতঙ্গ দুর করা আপনাদের সকলের দায়িত্ব। আসুন সকলে মিলে সুস্থ সমাজ তৈরীতে সচেতন হই। যদি কাহারো নিকট কোন ফাইল থাকে তবে আমার বিপক্ষে মামলা করার জন্য নীচে পূর্ন পরিচয় দেওয়া হইল।
আমার নাম ঠিকানা
---------------Nure Alam Siddique detto Bachcu
Nato a Dhaka il 01-01-1965, Bangladesh
Domiciliato a Roma in Via- Casilina 525, Residente in Via Fanfulla da Lodi , 6.

বি.দ্র. আমি কখনো রোমের কোন সাংবাদিক কিংবা সংবাদ প্রচারকারীগণদের বিপক্ষে কিছুই বলি নাই। আমি শুধূ জানতে চেয়েছি লন্ড ভিত্তিক তিনটি টিভি চ্যানেল এর কর্মকর্তাদের সিদ্ধান্ত কি ১লা মে থেকে ৬ ই মে পর্যন্ত অনুষ্ঠিত বৈশাখীমেলার সংবাদ প্রচার না করার জন্য? যদি তাই হয়ে থাকে তবে প্রকাশ্যে তাহা জানিয়ে দিন। কারন আমরাও আমাদের সিদ্ধান্ত নিব ভবিষ্যতে তাহাদের টিভি আমাদের কোন অনুষ্ঠানে প্রবেশ করতে দিব না।
স্বরন রাখবেন এখানে আমি কারো কোন নাম প্রকাশ করি নাই এমনকি রোম এর প্রতিনিধিদের বিষয়েও কোন কথা বলি নাই।
কিন্তু রোমরে কিছু সংবাদ প্রচারকারী, কিছু অসাধু ব্যক্তির নিকট থেকে সামান্য সুবিধা নিয়ে আমাকে ব্যক্তিগত ভাবে আক্রমন করেছে।
আগামী ১৯-০৫-২০১৪ রোজ সোম বার সন্ধ্যা ৮.৩০ মিনিট সাংবাদিক সম্মেলন
স্থানঃ ..via Casilina 525 ( Dhuumcatu Office)

আলোচ্য বিষয়ঃ রোমের এক সংবাদ প্রচারকারী ফেইস বুকে ষ্টাটাস দিয়েছেন, তাহারা আমার বিপক্ষে তাহাদের আরকাইভ ফাইল ওপেন করবেন। যদি ১৯-০৫-২০১৪ তারিখের মধ্যে তাহারা সেই ফাইল ইতালীর পুলিশের নিকট হস্তান্তর না করে, তবে পরবর্তী করণীয় পদক্ষেপ সাংবাদিকদের নিকট পেশ করা।
সকল সাংবাদিক ও সংবাদ প্রচাকারীগণ সহ সামাজিক সকল নেতৃবৃন্দ আমন্ত্রিত।
ধন্যবাদ- নুরে আলাম সিদ্দীকী বাচ্চু

Nessun commento:

Posta un commento